বিনোদন

দ্বিতীয়বার পর্দায় ফিরে নতুন ইতিহাস গড়ল ‘সানাম তেরি কসম’!

মোহনা অনলাইন

‘সনম তেরি কসম’ নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ বছর ৭ ফেব্রুয়ারি। যেখানে ২০১৬ সালে মুক্তির প্রথম দিনে ছবিটি তেমন ভালো করতে পারেনি, সেখানে পুনঃমুক্তির প্রথম দিনেই ৪.২৫ কোটি রুপি আয় করেছে ‘Sanam Teri Kasam’।

ফলে মাত্র ২ দিনে এটি তার আসল বক্স অফিস কালেকশনকে টপকে গেল। অন্যদিকে জুনাইদ খান ও খুশি কাপুর অভিনীত ‘লাভিয়াপ্পা’ প্রথম দুই দিনে আয় করে মাত্র ২ কোটি ৩৫ লাখ রুপি। অন্যদিকে হিমেশ রোশামিয়া অভিনীত ‘ব্যাডঅ্যাস রবিকুমার’-এর আয় ৩ কোটি ১৫ লাখ রুপি।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাধিকা রাও ও বিনয় সাপ্রু পরিচালিত এই রোমান্টিক হিন্দি সিনেমা। এতে পর্দায় মাওরার সঙ্গে জুটি হয়েছিলেন হর্ষবর্ধন রানে। নতুন করে মুক্তির পর সিনেমাটি যে দারুণ করছে, সেটা জেনেছেন হর্ষবর্ধনও। ফ্রি প্রেস জার্নালকে তিনি বলেন, ‘এটা একটা অদ্ভুত ভালো লাগা। দারুণ লাগছে।’

‘Sanam Teri Kasam’-এর এই নাটকীয় প্রত্যাবর্তন প্রমাণ করলো যে, সময় কখনো কখনো ভালো সিনেমার প্রতি সুবিচার করতে দেরি করে, কিন্তু সত্যিকারের আবেগ কখনো পুরনো হয় না। নয় বছর পরও যদি দর্শকেরা এই সিনেমাকে নিজেদের হৃদয়ে জায়গা দিতে পারেন, তাহলে সিনেমার প্রকৃত সাফল্য তো সেখানেই!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English