গাজীপুরের টঙ্গীর মিল গেইট এলাকায় ঝুট গুদাম ও কাঁচামালের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১৭টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম গণমাধ্যমকে জানান, ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুট গুদামে আগুন লাগার খবর আসে। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।



