বিনোদন

সিনেমার সেটেই পরিচয় ও বিয়ে

মোহনা অনলাইন

তাঁরা বলিউডের ব্যবসাসফল সিনেমার নায়ক-নায়িকা। সিনেমার জুটি থেকে হয়ে উঠেছেন বাস্তব জীবনের পাকাপাকি জুটি। এমন ৮ দম্পতির গল্প, যাঁরা সিনেমার সেটে প্রেমে পড়েছেন, বর্তমানে পরিবার নিয়ে সুখের সংসার এই ৮ তারকা জুটির।

রিতেশ দেশমুখ-জেনেলিয়া ডিসুজা: ‘তুঝে মেরি কসম’ সিনেমার সেটে দেখা; এরপর দীর্ঘ সুখী দাম্পত্য। বর্তমানে দুই সন্তান নিয়ে ভালোবাসায় পরিপূর্ণ দুজনের সংসার। যদিও বিয়ের পর সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন রিতেশ ও জেনেলিয়া। এখন অবশ্য দুজনই দাপটের সঙ্গে কাজ করছেন।

রণবীর কাপুর-আলিয়া ভাট: রণবীর-আলিয়ার প্রেমকাহিনি স্বপ্নের মতো। আলিয়ার দীর্ঘদিনের পছন্দের মানুষ ছিলেন এই অভিনেতা। ২০১৩ সালে ‘কফি উইথ করণ’-এ রণবীরকে পছন্দের বিষয়টি প্রকাশ্যে আনেন নায়িকা নিজেই।

সাইফ আলী খান-কারিনা কাপুর খান: আগেও একসঙ্গে কাজ করেছেন সাইফ-কারিনা। কিন্তু ‘তাশান’ সিনেমার সেটেই মন দেওয়া-নেওয়া। সে সময় শহীদ কাপুরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মুভ অনের চেষ্টা করছিলেন কারিনা।

অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না: একটি ম্যাগাজিনের ফটোশুটে এই জুটির প্রথম দেখা। এরপর অক্ষয়–টুইঙ্কেলকে প্রথম একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে ‘ইন্টারন্যশনাল খিলাড়ি’তে। ২০০১ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি। বর্তমানে দুই ছেলে-মেয়েকে নিয়ে তাঁদের সংসার।

দীপিকা পাড়ুকোন-রণবীর সিং: রণবীর কাপুরের সঙ্গে গভীর প্রেম ছিল বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ভেঙে পড়েন নায়িকা। হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। বহু অনুষ্ঠানে নিজের হতাশা ও মানসিক স্বাস্থ্যের কথা খোলাখুলিভাবে আলোচনা করেন অভিনেত্রী। তবে তাঁর জীবনে আলোকবর্তিকা হয়ে আসেন রণবীর সিং। সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘গলিও কি রাসলীলা রামলীলা’র সেটে প্রেমে পড়েন তাঁরা। ‘পদ্মাবৎ’, ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায়ও জুটি বেঁধে অভিনয় করেন তাঁরা। ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।

সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি: মনে করা হয়ে থাকে যে ‘শেরশাহ’ সিনেমার সেটেই প্রেমে মজেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button