জাতীয়

সারাদেশে সাতদিনে গ্রেপ্তার ৩৯২৪

যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেমে নতুন করে এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে শুধু ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার হয়েছে ৫০৯ জন।

এ নিয়ে গত শনিবার রাত থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত সাত দিনে সারা দেশে এই অভিযানে গ্রেপ্তার হয়েছে মোট তিন হাজার ৯২৪ জন

পুলিশ সদর দপ্তর থেকে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫০৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার ৯৪৮ জন।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, একটি চাইনিজ ছুরি, একটি দেশীয় ছুরি, দুটি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি দা, চারটি ধামা এবং একটি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট নামে এই বিশেষ অভিযান ৮ ফেব্রুয়ারি থেসারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়।এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু করে যৌথ বাহিনী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English