প্রকাশ্যে এসেছে নির্মাতা জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’ সিনেমার ট্রেইলার। জাহিদ প্রীতমের সিনেমাটিতে আছেন আরেক প্রীতম; গায়ক-অভিনেতা প্রীতম হাসান। তার সাথে জুটি বেঁধেছেন অভিনেত্রী তানজিন তিশা। আর আছেন এই সময়ের আলোচিত গায়িকা-অভিনেত্রী পারশা মাহজাবীন।
সিনেমাটির ট্রেলার প্রকাশ উপলক্ষে গত শনিবার রাজধানীর একটি ইভেন্ট স্পেসে আয়োজিত সংবাদ সম্মেলনে গল্পে, আড্ডায় মেতে ওঠেন প্রীতম, তিশারা।
ট্রেইলারে উঠে এসেছে তিনজন মানুষের সম্পর্ক, ভালোবাসা ও টানাপোড়েনের দৃশ্য। বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তিনজন মানুষের এই সম্পর্ক নিয়ে তিনটি প্রশ্ন রাখা হয়েছে। সেগুলো হল প্রেম না কী মায়া? আশা না কী অপেক্ষা, কী জড়িয়ে আছে ঘুমপরীতে? আগামী বৃহস্পতিবার থেকে দেখা যাবে সিনেমাটি।
১৯ ফেব্রুয়ারি রাত ১২টায় চরকিতে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি। সে উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি ইভেন্ট স্পেসে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলেন। আয়োজনে উপস্থিত ছিলেন ‘ঘুমপরী’র অভিনয়শিল্পী প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন, নির্মাতা জাহিদ প্রীতম, চরকির সিইও রেদওয়ান রনি, কলাকুশলীসহ অনেকে।
সিনেমার গল্প নিয়ে পরিচালক প্রীতম বলেন, ‘ঘুমপরী’ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। ‘ভালোবাসাকে কেন্দ্র করে আরও কিছু অনুভূতি-মুহূর্তের কথা এখানে বলতে চেয়েছি। প্রেম, মায়া, আশা, নাকি অপেক্ষার গল্প, দর্শক দেখলেই জানতে পারবেন। দর্শকেরা তাঁদের ভালোবাসার অনুভূতির গভীরে যেতে চাইবেন, সেই গল্পই বলেছি,’ বলেন তিনি।
ভালোবাসা দিবসের আগে মুক্তি না পেয়ে পরে কেন মুক্তি পাচ্ছে এই প্রশ্নে প্রীতম বলেন, “উৎসবকে দীর্ঘায়িত করার পরিকল্পনা থেকে পরে মুক্তি দেওয়া হচ্ছে, যেন দর্শক আমার গল্পগুলো আরও আয়োজন করে দেখতে পারেন।”
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘তরুণ ও নবীন নির্মাতাদের সঙ্গে কাজ করতে চরকির কোনো অসুবিধা নেই। গল্পের জোর আমাদের একসঙ্গে করে ফেলেছে। গল্পটা শুনে আমাদের মনে হয়েছে, এটা নিয়ে বড় কিছু, ভালো কিছু করা সম্ভব। সে অনুযায়ী কাজটি করা এবং আশা করছি, গল্পটি দেখে দর্শকদের ভালো লাগবে।’



