
গত বছরের ৫ আগস্ট ঢাকার মিরপুরে আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং একই টেলিভিশনের প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ নির্দেশ দেন।
এদিন সাংবাদিক দম্পতিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরে আদালত তাদের ৫ দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও পুলিশের এলোপাতাড়ি গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, শাকিল আহমেদ ও ফারজানা রুপা এই ঘটনার উসকানিদাতা। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
উল্লেখ্য, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার সময় তাঁদের আটক করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানার দায়ের করা পোশাকশ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাঁদের ২২ আগস্ট চার দিনের রিমান্ডে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।