বিনোদন

গুরুতর অসুস্থ পপ তারকা শাকিরা

মোহনা অনলাইন

গুরুতর অসুস্থ পপ তারকা শাকিরা। অসুস্থতার কারণে পেরুর একটি কনসার্ট আপাতত স্থগিত রেখেছেন গায়িকা। পাকস্থলির জটিলতা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন ৪৮ বছর বয়সী এ পপ তারকা।

১৫ ফেব্রুয়ারির রাতে আচমকাই তীব্র পেটে ব্যথা শুরু হয় শাকিরার। অসুস্থতার খবর গায়িকা নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন। তাঁর শারীরিক অসুস্থতার খবর ও কনসার্ট বাতিলের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা ৷

রবিবার বিকেলে কলম্বিয়ান তারকা শাকিরা তাঁর ইনস্টাগ্রাম এবং এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ৷ লেখেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ররিবার রাতে (ভারতীয় সময়) আমায় ইমারজেন্সিতে যেতে হয়েছে পেট ব্যথার জন্য। আমি হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা আমাকে এই মুহূর্তে গান গাইতে বারণ করেছেন ৷ ফলে আমি সেই অবস্থাতে নেই যে স্টেজে উঠে পারফর্ম করতে পারব ৷ আমার প্রিয় পেরুভিয়ান শ্রোতাদের সঙ্গে দেখা হবে না ৷ আমি গভীরভাবে আবেগপ্রবণ এবং উত্তেজিত ছিলাম সকলের জন্য ৷ আমাকে বিমানবন্দরে এমনভাবে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ, লিমা ৷”

তিনি আরও যোগ করেন, “লিমা কনসার্ট বাতিল করতে বাধ্য হলাম ৷ সুস্থ হয়ে ওঠার পর অবশ্যই অনুষ্ঠান করব। আমার দল ইতিমধ্যেই একটি অন্য দিনে শো প্ল্যান করার কথা ভাবছে ৷ সকল অনুরাগীকে পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ জানাই।”

শাকিরা আরও জানান, চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে দ্রুত সুস্থ হয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) হাসপাতাল ছাড়ার আশা প্রকাশ করেছেন তিনি।

তবে যতই স্বাস্থ্য খারাপ হোক, হাসপাতালে চিকিৎসাধীন থাকুন না কেন, শাকিরা জানিয়েছেন যে তিনি শীগগিরই স্টেজে ফিরবেন। আশা করছেন যে সোমবারের (১৭ ফেব্রুয়ারি) মধ্যেই তিনি ছাড়া পেয়ে যাবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button