জাতীয়

দেশে প্রথমবারের মতো পশুপ্রাণীর অ্যাম্বুলেন্স সেবা চালু

মোহনা অনলাইন

‘সুস্থতা’ নামের একটি প্রতিষ্ঠান দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। যাদের বাসায় পোশা প্রাণী আছে তারা প্রায়ই দুশ্চিন্তায় থাকেন তাদের পোষা প্রাণীটি অসুস্থ হয়ে পড়লে কিভাবে তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায়।

আর এই বিষয়টি মাথায় রেখে দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি থেকে। যানবাহনের অভাবে কোনো পোষা প্রাণী যেন কষ্ট না পায়, এ সেবার মাধ্যমে তা নিশ্চিতের চেষ্টা করা হবে।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হয়েছে। যানবাহনের অভাবে অসুস্থ পোষা প্রাণীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারে—এই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘সুস্থতা’র চেয়ারম্যান অ্যাঞ্জেলো আফনান হামিদ তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘যেকোনো পোষা প্রাণীর মালিকের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর মধ্যে একটি হলো, যখন তাদের পোষা প্রাণী অসুস্থ হয়ে পড়ে। আমার একটি পোষা কুকুর ছিল। যেহেতু আমার নিজের গাড়ি ছিল না, তাই কুকুরকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে গাড়ি রেন্ট করতে হতো। অনেক চালকই রাজি হতেন না ওকে নিতে। তারা বলতেন, গাড়িতে পোষা প্রাণী নেওয়ার অনুমতি নেই তাদের। আমাকে অসংখ্যবার এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি, মানুষের মতো পোষা প্রাণীরও একটি ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন।’

‘সুস্থতা’র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মেজবাউল আমিন বলেন, ‘দেশব্যাপী থাকা এই অ্যাম্বুলেন্স সেবাটি আপনার পোষা প্রাণীটিকে কাছাকাছি বা শহরের বাইরে দূর-দূরান্তেও পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে পারবে। এই অ্যাম্বুলেন্সের সার্ভিস চার্জ সাধারণ অন্যান্য অ্যাম্বুলেন্সের মতোই।’

আপনি যেকোনো সময় www.susthotaa.com এ অ্যাম্বুলেন্স সেবা প্রি-বুক করতে পারেন। আর জরুরি সেবার জন্য 09601 222 777 নম্বরে কল করতে পারেন’, যোগ করেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button