যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসতে যাচ্ছে। দুই দেশের সম্পর্ক জোরদার, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বৈঠক করবেন উভয় দেশের কূটনীতিকরা। তাই উভয় দেশের এমন বৈঠক বিশ্ব রাজনীতির জন্যও বেশ তাৎপর্যপূর্ণ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
রিয়াদে শুরু হওয়া বৈঠকে তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অব্সান ও আমেরিকান-রুশ সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পথ খুলে যেতে পারে।
যুদ্ধ অবসানের বিষয়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে টেলিফোনে আলোচনার পর রিয়াদে এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়। তবে বৈঠকে ইউক্রেনের কোনও প্রতিনিধি না রাখায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে ছাড়া কোনও শান্তিচুক্তি মানবে না ইউক্রেন। তিনি বলেছেন, সার্বভৌম দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ ছাড়া আমরা এই ধরনের কোনও চুক্তি মেনে নেব না।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভি বলছে, ইতিমধ্যেই রিয়াদে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনকে বাদ রেখে সম্পূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন তারা। উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উশাকভ।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, এই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও। তার সঙ্গে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালজ এবং বিশেষ কূটনীতিক স্টিভ উইটকফ।



