Top Newsজাতীয়

যশোর বিএনপির স্মরণকালের সেরা মহাসমাবেশ

মোহনা অনলাইন

যশোর জেলা বিএনপির ‘স্মরণকালের সেরা’ মহাসমাবেশ শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে যোগ দিতে ইতোমধ্যে যশোরে পৌঁছেছেন বিএনপির মহাসচিব ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যশোর বিমানবন্দরে মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে স্বাগত জানান খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, আজকের এ মহাসমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ। ইতোমধ্যে মাইকে প্রচার-প্রচারণার পাশাপাশি বিলি হয়েছে দাওয়াতপত্র ও লিফলেট। সমাবেশস্থলের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশ ঘিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরাও সমাবেশের উদ্দেশ্যে জেলা শহরে আসতে শুরু করেছেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান সাংবাদিকদের জানান, ৫ আগস্টের পর এই সমাবেশটি যশোরের ইতিহাসে স্মরণকালের শ্রেষ্ঠ রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর বিএনপি জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছে। জনগণের রায়ে একটি সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করুক, যাতে করে দেশের গণতন্ত্র টেকসই থাকে। সেই প্রত্যাশা নিয়ে আমাদের এই সমাবেশ।

তিনি বলেন, এ সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী বার্তা দিবেন। এ সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

দেলোয়ার হোসেন খোকন জানান, আজকের সমাবেশ হবে জেলা বিএনপির স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ। বিএনপির নেতারা আশা করছেন, আজ পাঁচ থেকে ছয় লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সমাবেশে অংশ নেবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button