আর মাত্র কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সোশ্যাল মিডিয়া সরগরম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ের খবরে। এমনবস্থায় সামাজিক মাধ্যমে বিয়ের দাওয়াত দিলেন তিনি।
নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে সম্পর্কে আছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! সম্প্রতি কথা রটেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরের একটি রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ। পরদিন একই জায়গায় হবে বিয়ের আনুষ্ঠানিকতাও। তবে বিষয়টি নিয়ে বরাবরের মতো এখনও নিশ্চুপ তারা।
তবে সবাইকে বিয়ের দাওয়াত করেছেন মেহজাবীন চৌধুরী। যদিও তা নিজের বিয়ের নয়! তাহলে এখন প্রশ্ন হচ্ছে―কার বিয়েতে দাওয়াত করেছেন তিনি? হ্যা, ‘অর্পা’র বিয়েতে সবাইকে দাওয়াত জানিয়েছেন এ তারকা।
প্রথমে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। তবে কে এই অর্পা? মূলত অর্পাই মেহজাবীন, আবার মেহজাবীনই অর্পা। একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘নীল সুখ’ নামের একটি সিনেমা চলছে। এ সিনেমায় অর্পা চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে তার বরের নাম মারুফ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার মহাখালী এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘নীল সুখ’র উদ্বোধনী প্রদর্শনী শুরু হওয়ার সময় ফেসবুক ভেরিফায়েড পেজে সিনেমাটি সবাইকে দেখার দাওয়াত করেন মেহজাবীন।
এদিন সন্ধ্যা সোয়া ৬টায় ফেসবুকে এ অভিনেত্রী এক স্ট্যাটাসে লেখেন, অর্পা আর মারুফের বিয়েতে দাওয়াত সবাইকে। Neel Shukh – নীল সুখ চলছে বিঞ্জ-এ।
ভিকি জাহেদের পরিচালনায় সিনেমাটিতে মেহজাবীনের সঙ্গে জুটি বেঁধেছেন ফররুখ আহমেদ রেহান। কিছুদিন আগে ‘প্রিয় মালতী’ সিনেমায় দেখা গেছে মেহজাবীনকে।



