আন্তর্জাতিক

চার জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস

চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, যাদের মধ্যে বিবাস পরিবারের সদস্যরাও রয়েছেন। সাময়িক যুদ্ধবিরতি বজায় থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গাজার খান ইউনিসে জিম্মিদের মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে।

গাজা কর্তৃপক্ষের দাবি করেছে, ইসরায়েল এখনও এক লাখ ৩৫ হাজার মোবাইল হোম, ৫০০ বুলডোজারের অধিকাংশ এবং অন্যান্য মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না, যা যুদ্ধবিরতির প্রথম ধাপে সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

এদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন পুনরায় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সৈন্য সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এই সপ্তাহের শুরুতেই ইসরায়েলের সৈন্য সরে যাওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ২৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১১ হাজার ৭৩৩ জন আহত হয়েছেন। সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকা হাজারো ফিলিস্তিনির মৃত্যুর ফলে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬১ হাজার ৭০৯ জন হতে পারে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button