বিনোদন

সৌরভ গাঙ্গুলীর চরিত্রে রাজকুমার রাও!

মোহনা অনলাইন

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর বায়োপিক নিয়ে মুখ খুলেছেন এবং বলিউড অভিনেতা রাজকুমার রাও ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন, “আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে অভিনয় করবেন…কিন্তু তারিখের কিছু সমস্যা আছে…তাই পর্দায় আসতে এক বছরের বেশি সময় লাগবে।”

প্রাক্তন অধিনায়ক ভারতের হয়ে ১১৩টি টেস্ট এবং ৩১১টি ওয়ানডে খেলেছেন। বাঁ-হাতি ব্যাটসম্যান তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ১৮,৫৭৫ রান করেছেন। ‘কলকাতার রাজপুত্র’ পরবর্তীতে বাংলা ক্রিকেট সংস্থার (CAB) সভাপতি হন এবং গত বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (BCCI) সভাপতি নিযুক্ত হন।

তিনি ভারতকে ২১টি টেস্ট জয়ে এবং ২০০৩ বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন। বাঁ-হাতি ব্যাটসম্যান বিসিসিআইয়ের কারিগরি কমিটিতেও দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন।

গাঙ্গুলি ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং ১৮,০০০-এর বেশি আন্তর্জাতিক রান নিয়ে ক্যারিয়ার শেষ করেন। রাজকুমার রাওয়ের কাজের কথা বললে, তাকে ‘ভুল চুক মাফ’-এ দেখা যাবে, যেখানে ওয়ামিকা গাব্বিও অভিনয় করেছেন। সম্প্রতি ছবির টিজার প্রকাশ করেছেন নির্মাতারা।

টিজারটি শুরু হয় রাজকুমার এবং ওয়ামিকার পরিবার তাদের বিয়ের তারিখ ঠিক করার মধ্য দিয়ে। হলুদের অনুষ্ঠান পর্যন্ত সবকিছু স্বাভাবিক মনে হয়, যেখানে রাজকুমারের চরিত্রে হলুদ মাখানো হয়। কিন্তু পরের দিন, তিনি বুঝতে পারেন যে এখনও ২৯ তারিখ, এবং হলুদের প্রস্তুতি আবারও হচ্ছে। রহস্যজনকভাবে সময় একই জায়গায় আটকে থাকে, যার ফলে বিভ্রান্তি এবং হাসির সৃষ্টি হয়।

তবে, টিজারের হাইলাইট ছিল পটভূমিতে দীপিকা পাড়ুকোন এবং সাইফ আলি খান অভিনীত ‘লাভ আজ কাল’ (২০০৯) ছবির ‘চোর বাজারি’ গানটির ব্যবহার। মজার ব্যাপার হল, ওয়ামিকা গাব্বি সেই ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।

করণ শর্মার পরিচালনায় ‘ভুল চুক মাফ’ ম্যাডক ফিল্মসের ব্যানারে দীনেশ ভিজান Amazon MGM Studios-এর সহযোগিতায় উপস্থাপন করছেন।

‘ভুল চুক মাফ’ ছাড়াও রাজকুমার রাওয়ের ঝুলিতে রয়েছে ‘মালিক’। ছবিটি টিপস ফিল্মসের ব্যানারে কুমার তৌরানি এবং জয় শেওয়াক্রমানির নর্দার্ন লাইটস ফিল্মস প্রযোজনা করছে। এটি ২০২৫ সালের ২০ জুন থিয়েটারে মুক্তি পাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button