Top Newsসংবাদ সারাদেশ

ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

মোহনা অনলাইন

ঝিনাইদহ জেলার শৈলকূপায় চরমপন্থি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হানিফ (৫০) নামে এক শীর্ষ চরমপন্থি নেতাসহ তিনজন নিহত হয়েছেন।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিহতরা হলেন— হানিফ জেলার হরিণাকুন্ডু উপজেলা দৌলতপুর ইউনিয়নের আহদনগর (ঠকপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ ক্যাডার, তার শ্যালক লিটন ও কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, ডিবি ও সিআইডির কর্মকর্তারা। এ সময় দুটি মোটরসাইকেল, দুটি হেলমেট, ছয় রাউন্ড গুলি ভর্তি নাইন এমএম পিস্তলের একটি ম্যাগাজিন, মোবাইল ফোন, কাগজপত্র ভর্তি মানি ব্যাগসহ আরও কিছু আলামত জব্দ করা হয়। ভোরে মরদেহগুলো ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড, সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষ হলেই বিস্তারিত জানা যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button