Top Newsজাতীয়সংবাদ সারাদেশ

সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩০ রিসোর্ট

মোহনা অনলাইন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, রুইলুই ভ্যালির হেডম্যান লালথাংয়া লুসাইয়ের বাসভবনের পাশের সাজেক ইকো ভ্যালি রিসোর্ট থেকে আগুনের উৎপত্তি হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং একের পর এক রিসোর্ট-কটেজ পুড়ে যেতে থাকে।

স্থানীয় ইউপি সদস্য অনিত্য ত্রিপুরা জানিয়েছেন, বেলা আড়াইটার মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫টি রিসোর্ট-কটেজ আগুনে পুড়ে গেছে। এলাকাবাসী এবং রিসোর্ট-কটেজের কর্মচারীরা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে এখনো তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের সময় শত শত পর্যটক রিসোর্ট-কটেজ ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানিয়েছেন, পরিস্থিতি খুবই ভয়াবহ এবং আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
অন্যদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানিয়েছেন, দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে স্থানীয়দের মতে, প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button