আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয়। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই, কারণ মাঝে মাঝে পরিস্থিতির উন্নতি হলেও কখনো কখনো তা খারাপের দিকেও গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এছাড়াও, পতিত ফ্যাসিস্ট শক্তির অনেক সদস্য পালিয়ে গেলেও বেশিরভাগ দেশে রয়ে গেছে এবং তাদের হাতে প্রচুর অর্থ ও অপকৌশল রয়েছে। এসব কারণেই পরিস্থিতির অবনতি হচ্ছে।



