বিনোদন

বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন

মোহনা অনলাইন

এক যুগের বেশী সময় প্রেমের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। আজ ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মুখ খুললেন তিনি।

আজ দুপুরে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি সেখানে লিখেছেন, ‘৯ এপ্রিল, ২০১২- একটি  বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি  যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়লো। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম, আমার হৃদয়ের একটি অংশ তার সঙ্গে চলে গেছে। আমি মুহূর্তেই বুঝতে পেরেছিলাম, এটা ছিল অনিবার্য।’

মেহজাবীন আরও লিখেছেন, ‘১৩ বছর পর আমরা এখানে। একসঙ্গে বেড়ে উঠছি, জীবনের প্রতিটি উদযাপন একসঙ্গে করছি এবং প্রতিটি খারাপ সময় অতিক্রম করছি। কথিত আছে, সাত বছরের বন্ধুত্ব জীবনকাল স্থায়ী হয়। কিন্তু আমরা প্রায় দ্বিগুণ সময় পার করে এসেছি। ১৪ ফেব্রুয়ারি আমরা আমাদের বন্ধন সারাজীবনের জন্য সিলমোহর দিয়েছিলাম। এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আদনান আল রাজীব, তোমাকে আমার জীবনের জন্য সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।’

পোস্টের শেষে অভিনেত্রী আরও লিখেছেন, ‘এই নতুন অধ্যায় শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি। যাতে সারাজীবন আমরা একসঙ্গে, সুখে বাঁচতে পারি।’

মেহজাবীন ও রাজীবের জমকালো বিয়ের আসরে বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ ছিলেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button