Top Newsজাতীয়

কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই পদ ছাড়া গুরুত্বপূর্ণ পদে আসছেন নারীরাও

মোহনা অনলাইন

নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নাম ‘অল সিটিজেনস পার্টি (এসিপি)’ চূড়ান্ত করা হয়েছে। এ দলে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের। দল গঠনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। তার জন্য মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে।

আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম ও কেন্দ্রীয় কমিটি। তবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই পদ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নারীরা আসছেন বলে জানা গেছে।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অতীতের অনিয়ম, দুর্নীতি, লুটপাট, আইনের অপপ্রয়োগ, বিচারহীনতা, নির্বাচন ব্যবস্থার ক্ষতিসাধন, সংবিধান সংশোধনের নামে কাটাছেঁড়া ইত্যাদির মতো গণবিরোধী কর্মকাণ্ড ভবিষ্যতে যেন ঘটতে না পারে, সে বিষয়কে অগ্রাধিকার দিয়ে সরকার দেশের উল্লেখযোগ্য সেক্টরগুলোতে সংস্কারে হাত দিয়েছে।

এজন্য শিক্ষার্থীরাও বিগত সময়ের প্রেক্ষাপট বিবেচনায় নতুনভাবে দেশ গঠনের লক্ষ্যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। তারপর থেকে ছাত্র নেতারা ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ নামে একটি ক্যাম্প চালিয়ে যাচ্ছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ যুক্ত হয়েছেন। অনেকে অনেক নাম দিচ্ছেন। সেখান থেকেই দলে নাম চূড়ান্ত করা হয়েছে।

এদিকে গত মঙ্গলবার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি নতুন দলের আহ্বায়ক হচ্ছেন। নতুন দলে সদস্য সচিব পদ নিয়ে  আলোচনা থাকলেও শেষমেশ এই পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নাম এগিয়ে আছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে নাসীর উদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র হিসেবে হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ পদে চমক দেখাতে যাচ্ছে ছাত্র নেতারা। ছাত্র আন্দোলনে সক্রিয় তবে অপরিচিতি অনেককে গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। এক উপদেষ্টার ভাইও গুরুত্বপূর্ণ পদে আসছেন বলে সূত্র নিশ্চিত করেছেন।

জাতীয় নাগরিক কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, আগামীকাল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে। নতুন দলের নাম সম্ভাব্য ‘অল সিটিজেনস পার্টি’ হতে যাচ্ছে। নতুন দলে দুই কমিটির বাহিরে অনেকে স্থান পাচ্ছে নতুন দলে। নতুন রাজনৈতিক দলে ১৫১সদস্য হতে পারে। কোর- কমিটি হতে পারে ২৪ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দলটি। এই দলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরের জনপ্রিয়রা স্থান পাচ্ছেন বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button