বিনোদন

প্রকাশ্যে ‘বরবাদ’ এর টিজার!

মোহনা অনলাইন

ঢাকাই সিনেমার আকাশে আবারও ঝড়ের আভাস! মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’-এর টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পাওয়া মাত্র ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজার মুহূর্তেই শাকিব-অনুরাগীদের হৃদয় কাঁপিয়ে দিয়েছে।

টিজারের শুরুতেই ‘আমার মা হয়ে লজ্জা হয়’ নারী কণ্ঠে  ভেসে ওঠে এমনই একটি বিদ্রোহী সুর। চোখ ধাঁধানো আলিশান বাড়ি আর দামি গাড়ির বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার প্রকাশ পেতে থাকে। একজন অ্যাডভোকেটের কণ্ঠে উঠে আসে চাঞ্চল্যকর সত্য— ‘উনি একজন ড্রাগ এডিক্টেড’, আরেক নারী কণ্ঠ বলে, ‘উনি একজন রেপিস্ট।’

এরপরই জনতার বিদ্রোহ, ভাঙচুর, আর অরাজকতার ঝড়। ঠিক সেই মুহূর্তেই বিদ্যুৎ চমকের মতো আবির্ভূত হন শাকিব খান। রক্তাক্ত শরীরে, একটি গাড়ির বনেটে বসে আঙুলের ইশারায় কাউকে চুপ করতে বলছেন, তারপর উচ্চারণ করেন একটি শব্দ – ‘সাইলেন্স।’

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় দৃষ্টিনন্দন অ্যাকশনের সঙ্গে মিশেছে প্রেমের রসায়ন। কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ‘নিতু’ চরিত্রে শাকিবের প্রেমিকা হিসেবে অভিনয় করেছেন।

ধারালো তরবারি হাতে, রক্তাক্ত মুখে, বিদ্রোহের আগুনের মাঝে প্রেমের ছোঁয়া— শাকিব যেন বুঝিয়ে দিয়েছেন, এবার তিনি সব সীমা ছাড়িয়ে যেতে প্রস্তুত।

শাকিবের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকে। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

আসছে ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বরবাদ’। এর আগে ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘রাজকুমার’ সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন শাকিব খান। এবার ‘বরবাদ’ দিয়ে তিনি ঢাকাই সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত। টিজার দেখে ভক্তরা একবাক্যে বলছেন, শাকিব খান এবার নতুন রেকর্ড গড়তে চলেছেন!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button