Top News

ঐতিহাসিক মুহূর্তের জন্য প্রস্তুত মঞ্চ

মোহনা অনলাইন

‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ কথা বলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’। অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় দলে দলে আসছেন ছাত্র-জনতা।

এদিকে আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য প্রস্তুত মঞ্চ। বিকেল ৩টায় এই মঞ্চ থেকেই নতুন দলের যাত্রা শুরু হবে।

দলীয় সূত্রে জানা গেছে, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এ ছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ফলে আয়োজনটা অনেক বড় হবে।

ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের পেছনে নারীদের জন্য পৃথক বুথের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভিআইপিদের জন্য মঞ্চের সামনে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।

এই ‘ঐতিহাসিক মুহূর্তের’ সাক্ষী হতে সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন ছাত্র-জনতা। নিরাপত্তায় দায়িত্ব পালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। খুলনা থেকে ৩০টি বাসে করে প্রায় ১২০০ মানুষ এসেছেন। খুলনার তেরখাদা এলাকার বাসিন্দা আবু জার বলেন, “রাত ২ টার দিকে রওনা দিয়ে আমরা সকালেই চলে এসেছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শুরু থেকেই’ সক্রিয় থাকা এ ডিপ্লোমার শিক্ষার্থীর আশা, নতুন দলের মাধ্যমে বাংলাদেশে ‘ভালো কিছু হবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button