বিনোদন

ছেলেকে নিয়ে পর্দায় আসছেন আমিন খান

মোহনা অনলাইন

‘সুদর্শন অভিনেতা’খ্যাত আমিন খানের অ্যাকশন ও রোমান্টিক হিরো হিসেবে সুনাম অর্জন করেছেন। এরই মধ্যে নিজের ১০ বছরের ছেলেকে নিয়ে পর্দায় ফিরছেন আমিন খান. যেখানে উঠে আসবে বাবা-ছেলের ১০ লাখ টাকা নিয়ে খুনসুটি! যদিও এর রহস্য জানতে প্রয়োজন সামান্য একটু অপেক্ষার।

অনেক দিন ধরেই দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের প্রতিনিধিত্ব করছেন অভিনেতা আমিন খান। সম্প্রতি মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২২-এর ১০ লাখ টাকা অফারের একটি বিজ্ঞাপনে উপস্থিত হন তিনি। সেই কমার্শিয়ালে নিজের ১০ বছরের ছেলেকে নিয়ে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা।

বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে আমিন খান বলেন, ‘রাজধানী ঢাকার কাছেই শীতলক্ষ্যা নদীর তীরে একটি রিসোর্টে মনোরম প্রাকৃতিক লোকেশনে বিজ্ঞাপনের চিত্র ধারণ করা হচ্ছে। শিগগিরই দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বিজ্ঞাপনচিত্রটির। মার্সেলের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এর আওতায় দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে ওই ক্যাম্পেইনকে হাইলাইট করেই। আশা করছি পূর্বের মতোই দর্শকরা আমাদের গ্রহণ করবেন।’

এদিকে বাবার পথেই হাঁটছেন কনিষ্ঠ পুত্র ঈশান। এর আগেও মার্সেল এয়ার কন্ডিশনারের (এসি) একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিল এই স্টারকিড। ৪০ সেকেন্ড ব্যাপ্তির সেই বিজ্ঞাপনে ঈশানের উপস্থিতি মুগ্ধ করেছে দর্শককে। বিজ্ঞাপনচিত্রটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরই ভাইরাল হয়েছে এই ক্ষুদে মডেল; প্রশংসা কুড়িয়েছে সবার।

ব্যক্তিগত জীবনে স্নিগ্ধা খানের সঙ্গে সংসার পেতেছেন তিনি। এ দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। বর্তমানে টেলিভিশন নাটক-টেলিফিল্ম ও কর্পোরেট জগত নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়ক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button