ঢাকাশিক্ষাসংবাদ সারাদেশ

দক্ষতা বাড়াতে এফবিএস ক্লাবের দিনব্যাপী কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন এবং সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড বিভাগের বর্তমান শিক্ষার্থীদের কর্মজীবনের বাস্তবতা ও প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের দক্ষ এবং যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে।

‘গ্রাজুয়েট রেডিনেস ইনিশিয়েটিভ ৪’ শীর্ষক প্রথম কর্মশালা ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে ক্লাব হাউজে অনুষ্ঠিত হয়। সেই আয়োজনের সাফল্য ও ব্যাপক চাহিদার প্রেক্ষিতে, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ এ হয়ে গেলো এই আয়োজনের দ্বিতীয় পর্ব। এখানে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এমএস এক্সেল কৌশল শেখানো হয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এসএমইসির এসিস্ট্যান্ট ম্যানেজার, শুভ দত্ত রায় এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স এর এইচআর কর্মকর্তকা এম. মুজিবুর রহমান। এসময় উন্নত এক্সেল কৌশল এবং বাস্তব জীবনে তার ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন প্রশিক্ষকরা।

কর্মশালাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং তারা ভবিষ্যতে এ ধরনের আরও কর্মশালার জন্য উৎসাহ প্রকাশ করেছেন।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড তার শিক্ষার্থীদের শেখা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্য ভবিষ্যতেও এমন উদ্যোগ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button