Top Newsআন্তর্জাতিক

রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রস্তাবে রাজি ইসরায়েল

মোহনা অনলাইন

গাজার পরিস্থিতি এখন এক অত্যন্ত স্পর্শকাতর সময়ে পৌঁছেছে, যেখানে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। তবে আশার কথা, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবে ইসরাইল সমর্থন দিয়েছে,তবে হামাসের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ সাময়িক যুদ্ধবিরতির এ প্রস্তাব দিয়েছেন।

গতকাল শনিবার থেকে মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আর ইহুদিদের বসন্ত উৎসব শুরু হবে আগামী এপ্রিলের ১২ তারিখ থেকে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এই সময়টুকুতে যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র।

গতকাল (০১ মার্চ) মধ্যরাতে গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্বের মেয়াদ শেষ হয়। এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নতুন করে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরে রাজি থাকার কথা জানায়।

প্রস্তাব অনুযায়ী, গাজায় হামাসের হাতে আটক অর্ধেক জিম্মি প্রথম দিনেই মুক্তি পাবেন।

এর আগে গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই সময়ের মধ্যে ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পাশাপাশি ৮ জন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। এর বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button