দুই সপ্তাহের ব্যবধানে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের একই স্থানে দিনেদুপুরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গতকাল (২ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মানিব্যাগ ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
এর ঠিক দুই সপ্তাহ আগে একইভাবে শুভযাত্রা পরিবহনের একটি বাসে একই জায়গায় তিনজনকে ছুরিকাঘাত করে যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এর ফলে বিভিন্ন পরিবহনে চলাচলকারী যাত্রীসহ সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।।



