বিনোদন

দুই দশক পর বিটিভিতে উপস্থাপনা ফিরছেন ঐন্দ্রিলা

মোহনা অনলাইন

নব্বই এর দশকে বেশ জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা ও অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। বাংলাদেশ টেলিভিশনে [বিটিভি] শুরু হয়েছে তাঁর উপস্থাপনায় নতুন অনুষ্ঠান ‘ইফতারের রসুইঘর’। প্রায় দুই দশক পর তিনি উপস্থাপনা ফিরলেন।

‘ইফতারের রসুইঘর’ সম্পর্কে তিনি বলেন, ছোটবেলায় বিটিভিতেই প্রথম উপস্থাপনা করেছি। এ চ্যালেনটির সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। বিভিন্ন বেসরকারি চ্যানেল রান্নার নানা অনুষ্ঠান উপস্থাপনা করলেও বিটিভিতে আর উপস্থাপনা করা হয়ে ওঠেনি। প্রায় দুই দশক পর বিটিভি উপস্থাপনা করছি। অনুষ্ঠানের আইডিয়াটা অসাধারণ। ভিন্ন আইডিয়ার অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়ে আর না করতে পারিনি। আয়োজনে এখানে একজন অতিথি থাকেন। তাঁর সঙ্গে রান্না নিয়ে গল্প আড্ডায় দারুণ সময় কেটে যায়। এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস, আফরোজা সুলতানা ও এল রুমা।

অভিনয় না করা প্রস করপোরেট চাকরি করে তারপর পরিবারকে সময় দিয়ে অভিনয়ের জন্য আলাদা সময় বের করা খুব মুশকিল। ইচ্ছা থাকলেও অনেকাংশে সেটা হয়ে ওঠে না। তা ছাড়া যেসব গল্প বা চরিত্র আমার কাছে আসে, সেগুলো আমাকে খুব একটা টানে না। নাটক, সিনেমা ও ওটিটিতে কাজের প্রস্তাব তো নিয়মিতই পাই কিন্তু এমন কোনো গল্প বা চরিত্র এখনও পাইনি, যেটা দেখে মনে হবে যে কাজটা আমার করা উচিত। আর উপস্থাপনায় স্বাচ্ছন্দ্যবোধ করি, এ কারণে উপস্থাপনাকে প্রাধান্য দিচ্ছি।

বাবাকে নিয়ে ছবি প্রযোজনা সম্পর্কে তিনি বলেন, বাবাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। শুধু বাবাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করব বলে ফিল্ম বিষয়ে ভর্তি হয়েছিলাম। চলচ্চিত্র নির্মাণে এখন নিজেকে উপযুক্ত মনে করছি, তাই ঘোষণা দিয়েছি চলচ্চিত্র নির্মাণের। বর্তমানে টেবিলওয়ার্ক চলছে। এটি রিসার্চ বেইজড কাজ। পারফেক্টলি করতে হলে অনেক সময় লাগবে। এর জন্য বুলবুল আহমেদের সময়কার চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা বেঁচে আছেন, তাদের সঙ্গেও দেখা করব। পাত্রপাত্রী নির্বাচনে একটু সময় লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে  সিনেমার শুটিং শুরু করার ইচ্ছা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button