Top Newsজাতীয়

অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশদাতা গণহত্যার জন্য দায়ী হবেন : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতিরিক্ত বল প্রয়োগের জন্য কমান্ড যিনি দিয়েছেন, তিনি গণহত্যার জন্য দায়ী হবেন। কোনো কনস্টেবলকে অভিযুক্ত করা হবে না, যদি সে নিঃগৃহীত কাজ না করে। সবাইকে ধৈর্য্য ধারণ করে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রংপুর মেট্রোপলিটান পুলিশ (আরএমপি) এবং বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ কর্তৃক রংপুর জেলা পুলিশ লাইন ড্রিল শেডে আয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) মো. আমিনুল ইসলাম কল্যাণ সভায় সভাপতিত্ব করেন।  সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

এ ছাড়া রংপুর পুলিশের সিআইডি, পিবিআই, এটিইউ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, অ্যান্টি টেররিজম, পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর, র‌্যাব-১৩ অধিনায়কসহ ঊর্ধ্বতন অফিসার এবং রংপুর রেঞ্জের সব জেলার পুলিশ সুপার, রেঞ্জ ও আরএমপির অফিসার ইনচার্জসহ সব পদবির কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় পুলিশের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা কর্মচারী তাদের বিভিন্ন সমস্যা উত্থাপন করেন। এ সময় আইজিপি ফোর্সের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইফতার মাহফিলে মোনাজাতের মাধ্যমে কল্যাণ সভা শেষ হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button