Top Newsজাতীয়

বায়তুল মোকাররমে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

মোহনা অনলাইন

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া অবস্থানে থাকতে দেখা গেছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করতে মুসল্লিরা সাধারণত ১১টা থেকেই আসতে থাকেন। আজ পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার হওয়ায় এদিন আরও আগে থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়।

প্রতি শুক্রবারই বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে। তবে হিজবুত তাহরীরের কর্মসূচির কারণে আজ অন্যান্য জুমাবারের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করা হয়েছে। সকাল থেকে যারা ভেতরে প্রবেশ করছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে।

জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসছে হিজবুত তাহরীর। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।

দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিযবুত তাহরীর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button