Top Newsসংবাদ সারাদেশ

ভোমরা স্থলবন্দর দিয়ে ৪ মাসে সোয়া লাখ মেট্রিক টন চাল আমদানি

মোহনা অনলাইন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরে পণ্য আমদানি কমলেও রাজস্ব আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। গত অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় এবার রাজস্ব বেড়েছে ২৪৩ কোটি ২৬ লাখ টাকা।

ভোমরা শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ভোমরা বন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ৫৮৯ কোটি ৪২ লাখ টাকা, কিন্তু আদায় হয়েছে ৭৫১ কোটি ৬৬ লাখ টাকা—যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৬২ কোটি ২৪ লাখ টাকা বেশি।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৯৫ কোটি ৫৬ লাখ টাকা, আদায় হয়েছিল ৫০৮ কোটি ৪ লাখ টাকা। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রাজস্ব ২৪৩ কোটি ২৬ লাখ টাকা বেশি এসেছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, আমদানি কম হলেও, পণ্যের মূল্য বেশি হওয়ায় রাজস্ব আয় বেড়েছে। তবে সব ধরনের পণ্য আমদানির অনুমতি থাকলে আয় আরও কয়েকগুণ হতো।

তিনি আরও বলেন, ভোমরা বন্দরে ব্যবসায়ীরা বেনাপোলের মতো সুবিধা পান না। বিশেষ করে ফল আমদানির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। অথচ ভোমরার যোগাযোগ ব্যবস্থা ভালো এবং যানজট নেই, যা বন্দরের জন্য বাড়তি সুবিধা।

ভোমরা শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেন, আমাদের লক্ষ্য রাজস্ব আদায়ের ধারা বজায় রাখা। পাশাপাশি ব্যবসায়ী ও যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করছি। কেউ যাতে অনৈতিক সুযোগ নিতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রয়েছে।

ভোমরা স্থলবন্দর দেশের অন্যতম সম্ভাবনাময় বন্দর। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এটি রাজস্ব আদায়ে আরও বড় অবদান রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button