Top Newsজাতীয়

পল্লবী থানায় ঢুকে যুবকের অতর্কিত হামলা, ওসিসহ তিনজন আহত

রাজধানীর পল্লবী থানায় ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। এ ঘটনায় থানার ওসি নজরুল ইসলামসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। পরবর্তীতে হামলাকারী ফাহিমসহ (২৩) চার যুবককে আটক করে পুলিশ।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, রাত দুইটার কিছু আগে এক যুবক থানায় এসে বলে এই এলাকায় একটি মার্ডার হয়েছে তা পুলিশ জানে কিনা। উত্তরে তিনি বলেন, এমন ঘটনা তার জানা নেই। পুলিশ এটাকে নিয়ে লুকোচুরি করছে উল্লেখ করে যুবকটি জানায় ডিউটি অফিসার এ ঘটনা জানে। পরবর্তীতে ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যান তিনি। একপর্যায়ে তার পরিচয় জানতে চাইলে যুবকটি তাকে মারধর শুরু করে। এএসআই নাসির ঠেকাতে আসলে তার একটি আঙ্গুল ভেঙে দেয় ওই যুবক। সেকেন্ড অফিসার আসলে তার কপালে ঘুসি মেরে কপাল ফুলিয়ে দেয় সে। পরে তাকে আটক করা হয়।

তিনি জানান, আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানায় গাজীপুর থেকে ঘুরতে এসেছে তারা। পরবর্তীতে ওই তিনজনকেও থানায় আনা হয়। হামলাকারী ফাহিমের বাড়ি গাজীপুরে। তাকে দেখে সামান্য ভারসাম্যহীন মনে হয়েছে।

ওসি নজরুল ইসলাম আরও জানান, আহত অবস্থায় এএসআই নাসিরকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে এক্সরে করে দেখা যায় তার আঙ্গুলটি ভেঙে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button