
লক্ষ্মীপুরে মেয়াদবিহীন সেমাই মজুদসহ ক্ষতিকারক রং ব্যবহার করে পণ্য উৎপাদনের দায়ে সদরের তেওয়ারীগঞ্জ বাজারে আব্দুল্লাহ বিস্কুট হাউজের মালিক বাবুল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সময় প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা ও ক্ষতিকারক রং জনসম্মুখে বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সদরের তেওয়ারীগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য বিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ।
এ ছাড়া সদরের জকসিন বাজার ও ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যর্থ হওয়া, ক্রয়কৃত পণ্যের মূল্য রসিদ সংরক্ষণ না করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রাতে জেলা প্রশাসক ও সদর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে অভিযানের তথ্যগুলো প্রকাশ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।