বিনোদন

বলিউডে অভিষেক পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার

মোহনা অনলাইন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এ অভিনেত্রী ‘কাভি মে কাভি তুম’ নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। এবার বলিউডে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। চলতি বছরেই বলিউড সিনেমায় অভিষেক হবে তার।

হানিয়া আমির অভিনীত বলিউড সিনেমার নাম সরদার জি-৩। ইতিমধ্যে অভিনয়শিল্পী চূড়ান্ত করে শুটিং শুরু হয়েছে সিনেমাটির। পাঞ্জাবি এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎকে। এ সিনেমায় চমক হিসেবে আরও থাকছেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিলজিৎ সিং ও অভিনেত্রী হানিয়া বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন কালো রঙের ট্রাউজার, একটি হুডি, একটি লাল রঙের জ্যাকেট এবং একটি লাল সাদা টুপি। আরও একটি ছবি তিনি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, নির্মল হ্রদ যেটি একটি অরণ্য দ্বারা পরিবেষ্টিত।

সিনেমার গল্প কী, সে সম্পর্কে কোনো তথ্য না জানা গেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিনেমার শুটিংয়ের কিছু ভিডিও এবং স্থির চিত্র। যা দেখে সিনেমাটি ঘিরে আগ্রহ বাড়ছে দর্শকদের। ছবিগুলি দেখে অনেকেই মনে করছেন, লন্ডনে হয়তো কোনও মিউজিক অ্যালবামের শ্যুটিং চলছিল। অনেকে আবার মনে করেছেন, এটি হয়তো সর্দার জি থ্রি সিনেমার শ্যুটিং হতে পারে।

সর্দার জি সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। দ্বিতীয় পর্ব ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। তৃতীয় পর্ব ২০২৫ সালের ২৭ জুন মুক্তি পাওয়ার কথা। প্রথম পর্ব এবং তৃতীয় পর্বে অভিনয় করলেও দ্বিতীয় পর্বে অভিনয় করেননি দিলজিৎ।

উল্লেখ্য, দিলজিৎ আপাতত ‘বর্ডার টু’ সিনেমার জন্য ভীষণ ব্যস্ত। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন বরুণ ধাওয়ান, সানি দেওল, অহন শেট্টি। ‘বর্ডার ২’ ছাড়াও ‘নো এন্ট্রি ২’ সিনেমায় অভিনয় করতে চলেছেন দিলজিৎ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button