Top Newsজাতীয়

তাৎপর্যপূর্ণ সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

মোহনা অনলাইন

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ৪ দিনের সফরে আজ বিকালে ঢাকায় আসছেন। আগামীকাল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের সময় তিনি এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন।

মূল এজেন্ডা রোহিঙ্গা সংকট হলেও বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক বার্তাও থাকতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসবেন জাতিসংঘের মহাসচিব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহাসচিবকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানানো জাতিসংঘ মহাসচিবের এই সফরের লক্ষ্য। একই সঙ্গে এই সফরের মধ্য দিয়ে ক্রমবর্ধমান রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাতিসংঘ মহাসচিব গুতেরেস প্রতিবছর রমজানে শরণার্থীশিবির ও শরণার্থী পরিস্থিতি পরিদর্শন করেন। এবার তিনি বাংলাদেশকে বেছে নিয়েছেন। রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানাতে আগামীকাল দিনে তাঁর পানাহার থেকে বিরত থাকারও কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে আলোচনা হবে।

প্রেস সচিব জানান, জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গাদের আর্থিক সহায়তাসহ বড় ধরনের অগ্রগতি আসতে পারে। একই সঙ্গে মহাসচিব রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে আশা করা হচ্ছে।

আগামী শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন মহাস‌চিব। সেখানে জাতিসংঘের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর দুপুরে হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন গুতেরেস।

এছাড়া, সেখানে বাংলাদেশে যুবসমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন মহাস‌চিব। এদিন সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

রোববার (১৫ মার্চ) সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের।

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button