বিনোদন

আমাদের ক্ষমা করো আছিয়া

মোহনা অনলাইন

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সী একটি শিশু। বৃহস্পতিবার (১৩ মার্চ) মারা গেছে সেই ছোট্ট শিশুটি। এই ঘটনায় গোটা দেশ স্তব্ধ, শোকে কাতর! ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছেন অনেকেই। সাধারণ মানুষের মতোই দেশের অনেক তারকারাও সামাজিকমাধ্যমে এ বিষয় একথা বলছেন।
ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছু বলতে পারেননি। হৃদয় ভাঙার ইমুজিসহ নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুধু লিখেছেন, ‘আছিয়া।’
রুকাইয়া জাহান চমক অপরাধীদের ফাঁসি চেয়ে লেখেন, আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।
শোক জানিয়ে সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা লেখেন, বেহেশতের ফুল আছিয়া, বেহেশতে চলে গেছে। আলহামদুলিল্লাহ।
সিয়াম আহমেদ লেখেন, আছিয়া, তুমি ঘুমাও মা। যে অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে তোমাকে যেতে হয়েছে, আল্লাহ নিশ্চয়ই এর বিচার করবেন, এই জমিনেই করবেন। জান্নাতের মেহমান হিসেবে শান্তিতে এখন ঘুমাও, মা।

অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।

ইয়ামিন হক ববি লেখেন, মাগুরায় নির্যাতিত শিশুটি আর নেই! আমরা বাকরূদ্ধ ও বিক্ষুব্ধ! আমরা শিশুটির কাছে ক্ষমাপ্রার্থী ও লজ্জিত!
তমা মির্জা লেখেন, শোনেন, পশু ধরে রেখে দেয় না, মেরে ফেলে। আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়, রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। দশ-বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না। ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সঙ্গে সঙ্গে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন। কিন্তু বাঁচিয়ে রাইখেন না।
ঢালিউড অভিনেতা জায়েদ খান তার প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন— মারা গেছে আছিয়া। মহান আল্লাহ আছিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুক, আমিন। আমাদের ক্ষমা করো আছিয়া।
শাহরিয়ার নাজিম জয় লেখেন, আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর, প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।
শাহনাজ খুশি লেখেন, এ শহরে আর কোনো কন‍্যার জন্ম না হোক। মাতৃহীন,ভগ্নিহীন,কন‍্যাহীন মরুভূমি হোক এদেশ। কুলাংগারের আবাদ হোক!
ফারহান আহমেদ জোভান লেখেন, আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।

অভিনেতা ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লেখেন, আল্লাহ আপনি বিচার কইরেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button