বিনোদন

সাবিনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ

মোহনা অনলাইন

গত মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। এরই মধ্যে এই কিংবদন্তি শিল্পীকে নিয়ে সুখবর জানালেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।

 তিনি জানিয়েছেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবিনা ইয়াসমিনের সঙ্গে একটি নতুন দেশাত্মবোধক গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

সাবিনা ইয়াসমিনের সঙ্গে এর আগে বেশ কিছু দ্বৈত গান গাইলেও, ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’ শিরোনামের এই গানটি হতে যাচ্ছে তাদের প্রথম অডিও গান, এমনটাই জানিয়েছেন আসিফ আকবর।

গানটির কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান মনির, সুর ও সংগীতায়োজন করেছেন মনোয়ার হোসাইন টুটুল। আর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন সৈকত রেজা।

স্টুডিওতে সাবিনা ইয়াসমিন, আসিফ আকবর ও গান সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের উপস্থিতিতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ আকবর লিখেছেন, “মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’ শিরোনামের একটি গান। দ্বৈত কণ্ঠের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সুরের আকাশের জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপা, আর সঙ্গে আছি আমি, আসিফ আকবর।”

তিনি আরও বলেন, “বাংলা সিনেমায় সাবিনা আপার সঙ্গে বেশ কিছু দ্বৈত গান গাইলেও, অডিও গান এবারই প্রথম। সাবিনা আপার গায়কী এখনো একইরকম প্রাণবন্ত ও অসাধারণ। কথা, সুর ও সংগীত মিলিয়ে বাংলা গানের ভাণ্ডারে নতুন একটি দেশাত্মবোধক গান যুক্ত হতে যাচ্ছে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button