Top Newsজাতীয়

বাংলাদেশ ব্যাংকে যুক্ত হলো আরো চার নতুন বিভাগ

মোহনা অনলাইন

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আরো চারটি নতুন বিভাগ চালু করা হয়েছে। বিভাগ চারটি হলো— ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ ও ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে নতুন চার বিভাগ গঠনের বিষয়টি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিষয়টি জানান।

আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংকে ৬১টি বিভাগ চালু রয়েছে। নতুন চারটি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগ সংখ্যা দাঁড়াল ৬৫-তে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ব্যাংক পরিদর্শন ও পরিপালন সংক্রান্ত কার্যক্রম অধিকতর গতিশীলকরণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগগুলোর আওতাধীন ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও তাদের শাখাগুলোর পরিদর্শন পরবর্তী পরিপালন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদন এবং ইসলামী ব্যাংকিং সংক্রান্ত প্রবিধি ও নীতি প্রণয়নসহ এতদ্সংক্রান্ত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন চারটি বিভাগ চালু করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ব্যাংক পরিদর্শন বিভাগ-১–এর আওতায় সোনালী ও রূপালী ব্যাংক এবং ব্যাংক পরিদর্শন বিভাগ-১–এর আওতায় জনতা ও অগ্রণী ব্যাংক থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button