বিনোদন

৬০ বছরের জন্মদিনে বড় চমক!

মোহনা অনলাইন

চার বছর আগে কিরণ রাওর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আমির খানের। সম্প্রতি শোনা যাচ্ছিল তিনি নাকি একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তাঁর ৬০তম জন্মদিনের আগেই প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন মিস্টার পারফেক্টশনিস্ট। অবশেষে, সব অপেক্ষার অবসান। সামনে এল আমির খানের বহুচর্চিত প্রেমিকার নাম। প্রকাশ‍্য আসল রহস্যময়ীর নাম।

চার বছর আগেই কিরণের সঙ্গে জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে। নতুন প্রেমিকাকে পাশে নিয়ে ৬০ তম প্রাক্ জন্মদিন উদযাপন করলেন আমির। চলতি বছর ৬০ তম জন্মদিন বলে কথা তাঁর! তাই সেলিব্রেশনও বেশ জমকালো।

বুধবার রাতেই তাঁর বাড়িতে শাহরুখ, সলমন খানরা যান। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের বন্ধুদের সঙ্গে প্রাক্ জন্মদিন উদযাপনে মাতেন আমির। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট।

তবে, পাপ্পারাৎজিকে ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন আমির। অভিনেতার আবদার অবশ্য শোনেন সকলেই। মুম্বইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে জন্মদিন পালন করেন আমির। তখনই কথায় কথায় গৌরীর সঙ্গে প্রেমে সিলমোহর দেন আমির।

গত এক বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে, গৌরীর সঙ্গে তাঁর দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। বর্তমানে আমিরের সংস্থাতেই কর্মরতা তাঁর নতুন প্রেমিকা। এ দিন আমির স্পষ্ট জানিয়ে দেন, গৌরী ও তিনি একত্রবাস করছেন।

আমির জানিয়েছেন, তাঁর প্রেমিকা অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ। গৌরীর দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সংবাদমাধ্যমের সামনে কেক কাটার সময় প্রেমিকাকে নিয়ে এমনই নানা তথ্য ভাগ করে নিয়েছেন আমির।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button