
আসন্ন ঈদের সিনেমা ‘জংলি’ একের পর এক পোস্টার, রোমান্টিক গান, প্রি টিজ আগেই ছেড়েছিল। আজ সন্ধ্যায় এলো ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার।
জংলিতে বুবলিকে এক ঝলক দেখা গেল টিজারে। এখানেই বোঝা গেছে তার চরিত্রের গুরুত্ব। গোটা টিজারে সিয়াম হাজির হয়েছেন ভয়ংকর মারমুখী হয়ে। লুঙ্গি পরা টিজারেই দেখিয়েছেন, দেশীয় গল্পে দেশীয় নির্মাণেও দারুণ কিছু ঘটানো সম্ভব।
টিজারে শেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য। এতে এক শিশুশিল্পীকে দেখা গেছে। আন্দাজ পাওয়া গেল, জংলির গল্পে মূল প্লটে শিশুশিল্পীর শক্তিশালী ভূমিকা বিদ্যমান। যদিও বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রেখেছে টিম। বাকিটা নিশ্চয়ই দেখা যাবে সিনেমা হলের পর্দায়।
জংলি সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।