Top Newsশিক্ষা

সাত কলেজের সমন্বয়ে হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়

মোহনা অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শিক্ষার্থীদের কৌতূহল এখন এক জায়গায় কেন্দ্রীভূত—নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে?

আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কনফারেন্স রুমে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। ইউজিসির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় সাত কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হবে বলে জানা গেছে।

সাত কলেজের শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এতদিন ধরে পরিচয়ের সংকট ও প্রশাসনিক জটিলতায় ভোগার পর অবশেষে নিজেদের স্বতন্ত্র পরিচয় পেতে যাচ্ছেন তারা।

এ বিষয়ে সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর টিমের অন্যতম প্রতিনিধি ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী বলেন, ‘সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কাজ তড়িৎগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কমিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়েই যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করছে। নতুন এ বিশ্ববিদ্যালয়ের কী নাম ঘোষণা হবে, তা আমাদের জানা নেই। নাম নির্ধারণের ক্ষেত্রে সাতটি কলেজের যাবতীয় বিষয়কে প্রাধান্য দিয়েই নির্ধারণ করা হবে বলে মনে করি।’

ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। একাধিকবার তারা রাস্তায় নেমে আন্দোলন করেছেন পরীক্ষার ফল বিপর্যয়, শিক্ষক সংকট, পাঠদানের সমস্যাসহ নানা ইস্যুতে। অবশেষে সরকার তাদের দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার্থীদের প্রশাসনিক দুর্ভোগ কমবে, শিক্ষা ও গবেষণার মান উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button