
পবিত্র রমজান মাসের শুরুতেই সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি খ্যাত পটুয়াখালীর সাগর কন্যা কুয়াকাটা পর্যটক শূন্য হয়ে পড়েছে। এতে বেকার দিন কাটাচ্ছে কুয়াকাটার প্রায় ১৬টি পেশার কয়েক হাজার মানুষ। প্রতিদিনের চিরাচরিত ব্যস্ততা ও পর্যটকে মুখরিত সৈকত এখন একেবারে সুনশান।
গতকাল (১৫ মার্চ) শনিবার সৈকতের সবগুলো পয়েন্ট ঘুরে দেখা যায় সৈকতের ছাতা ও বেঞ্চগুলো পড়ে রয়েছে ফাঁকা। দোকানিরা সকালে দোকান খুলে বসলেও সন্ধ্যা নামার আগেই তা বন্ধ করে দেন। সারাদিনে ক্রেতা পেতে বেগ পেতে হচ্ছে ব্যবসায়িদের।
এছাড়া সৈকতের ফটোগ্রাফার, ভ্রাম্যমাণ ব্যবসায়ি ও ফিশ ফ্রাইয়ের সঙ্গে সংশ্লিষ্টরাও এখন বেকার সময় কাটাচ্ছেন। পর্যটকদের আনোগেনা না থাকায় প্রকৃতি যেন মলিন হয়ে পড়েছে। সৈকতের আচার দোকানের একজন বিক্রেতা আরাফাত হোসেন বলেন, এখন পর্যটক নেই। অনেক দোকান বন্ধ রয়েছে। আমরা কিছু দোকান খোলা রাখার চেষ্টা করছি। কিন্তু ইফতারের আগেই বন্ধ করতে হচ্ছে। কোনো ধরনের বেচাকেনা নেই।
কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, রমজান মাসের প্রথম দিকে পর্যটকদের সংখ্যা কম থাকে। কিন্তু আশার কথা হচ্ছে, ২০ রমজানের পর কিছু বুকিং পাওয়া যায়। ঈদের জন্য আমাদের আরও বুকিংয়ের আশা রয়েছে। তবে রমজানে বরাবরই পর্যটন নগরীগুলো পর্যটকশূন্য থাকে।