বিনোদন

জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জুনুন ঢাকা মাতাবে?

মোহনা অনলাইন

বাংলাদেশে আসছে পাকিস্তানের আরও এক জনপ্রিয় ব্যান্ড জুনুন। তৃতীয়বারের মত বাংলাদেশে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমত। মে মাসের দুই তারিখ তারা রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে।

সম্প্রতি কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন সম্প্রতি তাদের ফেসবুক পেজে একটি টিজার প্রকাশ করেছে। সেটির ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জুনুন’র ‘সাইওনি’ গানটির সংগীত। ক্যাপশনে লেখা—‘২০২৫: আ নিউ বিগেইনিং’।

এই শিল্পী ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ নামের ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। এরপর ২০০৬ সালে ‘সোশ্যাল সার্কাস’ নামের আরেকটি ব্যান্ড গড়ে তোলেন তিনি। তবে এরপরও বিভিন্ন সময় ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করেছেন আজমত।

এবারের কনসার্ট আয়োজন করেছে ‘অ্যাসেন বাজ’। প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফারহাদ রাকিব গ্লিটজকে বলেন, “আলী আজমতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে অনেক আগেই, আমরা অনুমতি নিতে মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েছি। সেটা প্রক্রিয়াধীন আছে।”

জানা যায়, আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে এই কনসার্ট। যেখানে জুনুন ছাড়াও দেশীয় শিল্পীদের পারফর্ম করার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু চূড়ান্ত হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button