
সুপারস্টার শাহরুখ খানের ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ ব্লকবাস্টার হিট ছিল। বলা যায় ‘পাঠান’ ছবি দিয়ে বলিউডে নিজের রাজত্ব পুনরুদ্ধার করেছিলেন বলিউড কিং শাহরুখ খান। এবার পাঠানের সিক্যুয়েলে দেখা যেতে পারে দক্ষিণী নায়ক আল্লু অর্জুনকে। তবে তার দেখা মিলবে খল চরিত্রে।
ভারতের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে– বলিউড পাড়ায় এবং নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন চলছে, ‘পাঠান টু’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘পুষ্পা’ তারকা।
বড় পর্দায় একসঙ্গে দুই সুপারস্টারকে দেখার জন্য দর্শকরা এমনিতেই মুখিয়ে থাকে। এই গুঞ্জন সত্যি হলে অর্থাৎ উত্তর ও দক্ষিণের দুই পাওয়ার হাউজের সম্মিলন ঘটলে সেটি ভক্তদের কাছে হবে সোনায় সোহাগা!
যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে শাহরুখ খান ও আল্লু অর্জুনকে প্রথমবারের মতো বড়পর্দায় দেখা যাবে। এর আগে কখনও স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি দুজনকে।
যদিও ‘পাঠান টু’ ছবির সাথে সম্পৃক্ত কেউই কোনো প্রতিক্রিয়া দেখাননি, তবে নেটিজেনরা নেট দুনিয়ায় তাদের উত্তেজনার পারদ চড়াতে ভুল করেননি।