Top Newsআবহাওয়াজাতীয়

ঢাকায় আজও থাকবে তাপমাত্রার দাপট

মোহনা অনলাইন

আজও বাড়তে পারে রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলগুলোতে দিনের তাপমাত্রা সামান্য ।  দিনভর সেটি অব্যাহত থাকতে পারে। ফলে রোদের দাপট এবং বেশি তাপমাত্রায় আজও গরমে কষ্ট করবে রাজধানীবাসী।

সোমবার (১৭ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৮%। আর রবিবার ঢাকা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এছাড়াও গতকাল রাতে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছিল ঢাকাসহ ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী মোট ১২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button