বিনোদন

ঢাকার নায়কের সিনেমায় পাকিস্তানি নায়িকা

মোহনা অনলাইন

বাংলাদেশের ‘ফোর্স’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন পাকিস্তানের মডেল জারা আহমেদ। এবার বাংলাদেশে কাজ প্রসঙ্গে একটি ভিডিওবার্তা দিলেন জারা।

তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, পাকিস্তান থেকে আমি জারা আহমেদ। বন্ধুরা, আমি অনেক অনেক উচ্ছ্বসিত, কারণ মারকাটারি অ্যাকশনধর্মী একটা বাংলাদেশি চলচ্চিত্রে মুখ্য অভিনেত্রী হিসেবে অভিনয় করতে চলেছি।’
আরও বলেন, ‘সবসময়ই আমার অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয়ের শখ ছিল। চিত্রনাট্য যখন পেয়েছি, খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তান-বাংলাদেশের একসঙ্গে কাজের সুযোগ, এটা বাংলাদেশ-পাকিস্তানের একটা যৌথ প্রচেষ্টা। আশা করছি, বেশ ভালো অভিজ্ঞতা হবে।’

শেষে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় জারা আহমেদ বলেন, ‘সবাই ভালো থাকবেন।’ এদিকে বাংলাদেশের সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী কাজ করছেন শুনে  নেটিজেনরা উৎসুক। সবার এক প্রশ্ন কে এই জারা? জারা পাকিস্তানের একজন মডেল ও অভিনেত্রী। মডেলিংয়ে ব্যস্ততার পাশাপাশি ছোটপর্দায়ও সরব তিনি।

সিরিয়ালে অভিনয় দেখে জারাকে মনে ধরে পরিচালকের। এরপর তার সঙ্গে ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক ভাগাভাগি করেন। তার কথায়, ‘আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাঁকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটে–বলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।’

নতুন এ সিনেমায় জারা আহমেদের সঙ্গে জুটি গড়তে দেখা যাবে বাংলাদেশের ম্যাক দিদারকে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে সিনেমার শুটিং। পরিকল্পনা মতো সবকিছু এগোলে চলতি বছরই পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফোর্স’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button