Top Newsজাতীয়

বিলম্বিত হয় এমন সংস্কারকে ‘না’ বলবে বিএনপি

মোহনা অনলাইন

জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের নামে দেশে কোনোভাবেই নির্বাচনকে বিলম্বিত করা চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার সঙ্গে মিল রেখেই পাঁচ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। সে অনুযায়ী স্থায়ী কমিটির বৈঠকে সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে।

গতকাল শনিবার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা হলে বিএনপির ফরিদপুর বিভাগীয় বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ৩টায় বর্ধিতসভাটি শেষ হয়।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। আমরা বলব সংস্কার বা গণপরিষদের নামে কোনো কালক্ষেপন না করে যত দ্রুত সম্ভব এ দেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। হাসিনা গত ১৬ বছর ভোট করেনি বলেই বিদায় নিতে হয়েছে, তাকে পালাতে হয়েছে। দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা আর যাতে ফিরিয়ে না আসে সে জন্য দরকার একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন।’

স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আলোচনার ভিত্তিতে প্রায় কাছাকাছি সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করছে বিএনপির মিত্র রাজনৈতিক জোট ও দলগুলো। অভিন্ন বা কাছাকাছি সংস্কার প্রস্তাব দিয়ে ঐক্যের বার্তা দিতে চায় তারা। ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের শরিক তিনটি দল ঐকমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। শিগগির মতামত জমা দিতে পারে বিএনপিসহ বাকি মিত্ররা। বিএনপি ও মিত্রদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

বর্ধিতসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা ও সদস্য সচিব কিবরিয়া স্বপন প্রমুখ।

সভায় ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, বিএনপি নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মো. আজম খান ও রশিদুল ইসলাম লিটনসহ ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলাসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button