বিনোদন

তানিয়া আর আমি কখনোই ভালো বন্ধু ছিল না!

মোহনা অনলাইন

জুটি বেঁধে বেশকিছু নাটকেই একসঙ্গে কাজ করে ব্যাপক প্রসংশা কুড়িয়েছেন তানিয়া ও আরশ। বেশ কয়েকবারই বোঝানোর চেষ্টা করেছেন তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই ছিল না।

এবার আরশ খান জানালেন, তানিয়া তার খুব ভালো বন্ধুও ছিলেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন আরশ খান। সেখানে ওঠে তানিয়ার সঙ্গে তার বন্ধুত্বের প্রসঙ্গ। তানিয়ার সঙ্গে বন্ধুত্ব নিয়ে অভিনেতা বলেন, ‘আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম না।

আরশ বলেন, ‘আমি আসলে সস্তা কথা বলতে কম পছন্দ করি। এজন্য ধরেন এমন কোনো কথা বলিই না, যে কথাগুলো অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন বা বলার জন্য বলে দিলাম। মানে, আপনাকে যদি ভালো লাগে, কখনোই বলব না আপনাকে আমার ভালো লেগেছে।’

আরশ আরও বলেন, ‘আমি ধরনের মুখোশধারী মানুষ না। এই ধরনের টপিক নিয়ে কথা না বলাই ভালো।’

এজন্য ধরেন এমন কোনো কথা বলিই না, যে কথাগুলো অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন বা বলার জন্য বলে দিলাম। মানে, আপনাকে যদি ভালো লাগে, কখনোই বলব না আপনাকে আমার ভালো লেগেছে।’

আরশ আরও বলেন, ‘আমি ধরনের মুখোশধারী মানুষ না। এই ধরনের টপিক নিয়ে কথা না বলাই ভালো।’

আরশের এসব কথা ভাইরাল হতেই রীতিমতো আলোচনা-সমালোচনার মুখে অভিনেতা। নেটিজেনদের অধিকাংশই তানিয়াকে নিয়ে আরশের এমন উত্তর ভালোভাবে নেননি। সঙ্গে তার কথা বলার ভঙ্গি ধরে কটাক্ষ করেছেন অনেকেই।

তবে তাদের অনুরাগীরা এমনও দাবি করেন, তানিয়া বৃষ্টি হয়তো আরশকে এমনই কষ্ট দিয়েছেন, যে কারণে এ ধরণের উত্তর দিতে বাধ্য হয়েছেন অভিনেতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button