সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী টহল ফাঁড়ির এলাকায় লাগা আগুন বনবিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের রাতভর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে ঘটনাস্থল থেকে উড়ানো ড্রোনে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে নতুন করে একটি বড় এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
রোববার (২৩ মার্চ) সকাল পৌনে ৯টায় ড্রোনের মাধ্যমে ধোঁয়ার উপস্থিতি শনাক্ত করা হয়। এর পর সাড়ে ৯টার দিকে গুলিশাখালী বন টহল ফাঁড়ির অন্তত তিনটি স্থানে আগুনের উপস্থিতি নিশ্চিত করে বন বিভাগ।
৮৮৭ মিটার দূরের তিন-চারটি স্থানে ধোঁয়া দেখতে পান বন বিভাগের কর্মকর্তারা। তাদের ভাষ্য, ওই এলাকায় দ্রুত ধোঁয়া বাড়ছে। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বন অফিসগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়।
এর আগে, শনিবার সকালে কলমতেজী টহল ফাঁড়ির টেপার বিল এলাকায় আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে জানান। দুপুর থেকে বন বিভাগ, সিপিজি, ভিটিআরটি এবং টাইগার টিমের শতাধিক সদস্য কাজ শুরু করেন। বিকেলের মধ্যে ফায়ার লাইন কাটা শেষ হয়। সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালেও, পানি সরবরাহের দুর্বলতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সমস্যা হয়।



