
ঈদের সময় যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় তার সবগুলোই এবারও নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকবো যেন অপ্রীতিকর কিছু না ঘটে। আসন্ন ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না। বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে ঈদের ছুটি নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপাশি আমরাও সর্বোচ্চ সতর্ক রয়েছি।
গতকাল(২৪ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আইনশৃঙ্খলার বর্তমান স্থিতিশীল অবস্থা বিদ্যমান থাকবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার ঈদ-উল-ফিতরের পরে কাজ শুরু করতে পারে। এবার থেকে বাংলাদেশি নাগরিকরা সরাসরি ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা পাবেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের কমান্ডার মার্ক হোয়াইটচার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পক্ষে যথাক্রমে এসওপিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন আইজিপি বাহারুল আলম। অস্ট্রেলিয়ার পক্ষে স্বাক্ষর করেন অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ। এ সময় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলে।