বিনোদন

অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাকে অপহরণ করেছে ইসরায়েল

মোহনা অনলাইন

অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালক হামদান বল্লালকে অপহরণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২৪ মার্চ) ফিলিস্তিনের পশ্চিম তীরে সদ্য অস্কারজয়ী এই পরিচালকের গ্রাম সুসিয়ায় অভিযান চালায় ইসরায়েলি সৈন্যরা।

এ সময় বিনা কারণে তাঁকে বাড়িতে ঢুকে মারধর করে তারা এবং শেষে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত হামদানের কোনো খোঁজ মিলছে না।

এর আগে হামলার প্রত্যক্ষদর্শী পাঁচজন ইহুদি আমেরিকান অধিকারকর্মী জানান, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের দিকে পাথর ছুঁড়ছিল এবং হামদানের বাড়ির কাছে একটি পানির ট্যাঙ্ক ধ্বংস করে দেয়।

এ ছাড়াও অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর ফিলিস্তিনি সহ-পরিচালক হামদান বল্লালকে মুখোশধারী কয়েকজন বসতি স্থাপনকারী মারধর করেছে। শেষে ইসরায়েলি সৈন্যরা এসে তাঁকে তুলে নিয়ে গেছে।

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর ইসয়েলিদের দখলে রয়েছে। এই অঞ্চলের মাসাফের ইয়াত্তা এলাকায় সুসিয়া গ্রামে হামদানের বাড়ি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে হামদানের সহ-পরিচালক বাসেল আদ্রা জানান, সোমবার (২৪ মার্চ) হামদান তাঁকে ফোন করে সাহায্য চাইছিলেন। ফোন পেয়ে তিনি হামদানের বাড়ির কাছে ছুটে যান। তখন হামদানের বাড়ি ঘিরে রেখেছিল একদল ইসরায়েলি।

বাসেল জানান, ঘটনার সময় বাড়ির সামনে ইসরায়েলি পুলিশ ও সেনা উপস্থিত ছিল। হামদানের বাড়ির কাছে পৌঁছে তিনি দেখেন, পরিচালক ও অন্য একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে হামদানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে স্পষ্ট জানাতে পারেননি তিনি।

পরে সংবাদ সংস্থা এপি জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী হামদানকে আটক করেছে। একটি সমাজকল্যাণ সংগঠনের সদস্যরা দাবি করেছেন, হামদানের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। একটি অ্যাম্বুল্যান্সে তাঁর চিকিৎসা চলছিল। এ সময় ইসরায়েলি সৈন্যরা হামদানসহ দুজন ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। তবে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদ সংস্থা এএফপি হামদানকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে ইসরায়েলি সেনাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তারা স্পষ্টভাবে কিছু জানায়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button