
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে জাবালিয়ায় তার তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তিনি প্রাণ হারান।
আজ (২৭ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদে নি-জের তাঁবুতে ইসরায়েলি হামলায় আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন।
পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে,গতকাল ভোরে হামাস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন। ইসরায়েল গাজায় তাদের অভিযান পুনরায় শুরু করার পর থেকে হামাসের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের নতুন অভিযানের ফলে গত এক সপ্তাহে গাজায় ১ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়ে হুয়ারা শহরের কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ১৮৩ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৩ হাজার ৮২৮ জন আহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, হামাসের নেতৃত্বাধীন ৭ অক্টোবর ২০২৩ সালের হামলায় ইসরায়েলে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দি হন।