
ঐশ্বর্য রাইয়ের গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারল বাস! ঐশ্বর্যর বিলাসবহুল গাড়ি টয়োটা ভেলফায়ার একটি পথ দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গিয়েছে। বুধবার এই ঘটনা ঘটেছে। বুধবার মুম্বইতে এই ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
দুর্ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায় মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস অভিনেত্রীর গাড়িকে পিছন দিক থেকে ধাক্কা মারে। যদিও এই দুর্ঘটনার সময় নায়িকা গাড়িতে ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। তবে গুরুতর কিছু ঘটেনি।
ভিডিয়োয় দেখা গিয়েছে মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন লেখা একটি বাস অভিনেত্রীর টয়োটা ভেলফায়ারের ঠিক পিছনে দাঁড়িয়ে। ঘটনা ঘটার পর খুব স্বাভাবিক ভাবেই রাস্তায় কিছুটা ভিড় জমে যায়। রাস্তায় থাকা অভিনেত্রীর দেহরক্ষীরাই সাময়িক ভাবে পরিস্থিতির সামাল দেন। তারপর গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়।
এদিকে বলিউডের সুপারস্টার নায়িকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, খবর ছড়াতেই কিছুক্ষণের জন্য থমকে যায় ওই সড়ক। একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে। যার ফলে যানজটের সৃষ্টি হয়। যদিও ওই বাস চালকের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সেই খবর এখনও পাওয়া যায়নি। এ প্রসঙ্গে কোনওরকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী কিংবা বচ্চন পরিবারের কেউ।
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। অনেকেই বিষয়টি নিয়ে মজা করেছেন। একজন লেখেন, ‘বাস চালকের কিছু হয়নি তো?’ আর একজন ঐশ্বর্যর শাশুড়ি জয়ার প্রসঙ্গ টেনে লেখেন, ‘জয়া হলে বলতেন: এটা ধাক্কা দেওয়ার একটা জায়গা হল?’ আর একজন অভিষেক ও নিমরতের প্রসঙ্গ টেনে লেখেন, ‘কে চালাচ্ছিল গাড়িটা অভিষেক বচ্চন না নিমরত কৌড়?’